ইসলামী সামাজিক অর্থায়ন
সমাজের একটি অতীব গুরুত্বপূর্ণ নিয়ামক হলো সম্পদ (wealth)। সম্পদ মানুষের ব্যবহারে আসার কারণে সমাজের মধ্যে মানুষের আচরণ ও পারষ্পরিক মিথষ্ক্রিয়া নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে। সম্পদ বা সম্পত্তি আবিষ্কার বা সৃজন, আহরণ, ব্যবহার ও বিলিবন্টনের সুনির্দিষ্ট নীতি-পদ্ধতি বিকাশলাভ করে। কোনো সম্পত্তিই সাধারণভাবে কারো কাছে কুক্ষিগত অবস্থায় চিরন্তনভাবে থাকতে পারে না। সমাজে মানুষের বিত্তবৈষম্যও একটি মানবীয় বৈশিষ্ট্য হিসেবে উদ্ভুত হয়। এই মানবীয় সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ইসলাম সম্পত্তির কাঙ্খিত হস্তান্তরের বিষয়ে স্পষ্ট বিধিবিধানের নির্দেশনা দিয়েছে।
পবিত্র কোরআনে পার্থিব সম্পদকে আশীর্বাদ ও পরীক্ষা – এই উভয় অর্থেই বিবেচনা করা হয়। সম্পদ আয়ত্তকরণের মানবীয় প্রবৃত্তিকে অস্বীকার না করে ইসলাম বিধিসম্মতভাবে উপার্জন, অন্যের সম্পত্তির অধিকারকে সম্মান প্রদর্শন এবং দরিদ্র ও অভাবগ্রস্তের জন্য সম্পদ ব্যয়কে উৎসাহিত করে। শেষ বিচারের দিনে প্রত্যেক মুসলিমকে তার সম্পদ অর্জনের উপায় ও উৎস এবং কীভাবে ও কোথায় তার সম্পদ ব্যয়িত হয়েছে তা জিজ্ঞাসা করা হবে।
ইসলামে সঞ্চয়কে নিরূৎসাহিত করা হয়নি; তবে কৃপনতা ও অপচয়ের বিপক্ষে কঠোর হুশিয়ারি উচ্চারিত হয়েছে। মুমিনের অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে যাকাত আদায় এবং আল্লাহর পথে ব্যয় সম্বন্ধে বারবার স্মরণ করিয়ে দেয়া হয়েছে। সমাজ সম্প্রীতি ও ভারসাম্য রক্ষার জন্য যাকাত ও অন্যান্য শরিয়াহসম্মত সম্পদ হস্তান্তর অত্যন্ত সুফলপ্রদ ভূমিকা পালন করে।
ধনবানের নিকট থেকে অপেক্ষাকৃত দরিদ্র ও অভাবগ্রস্তদের নিকজ সম্পত্তি হস্তান্তরের বেশ কয়েকটি প্রক্রিয়া বা উপায় চিহ্নিত করা যায়। এসবের কোনো-কোনোটি মুসলমান নর-নারীর জন্য ফরজ ইবাদত। অন্যগুলির মধ্যেও অবশ্য পালনীয়তার কিছু কিছু উপাদান যেমন রয়েছে, তেমনি আছে বিশ্বপ্রতিপালক ও তার প্রিয় রাসূল সা.-এর উৎসাহ ও তাগিদ। সম্পদ হস্তান্তরের এরূপ প্রক্রিয়া বা উপায়সমূহকে সমষ্টিগতভাবে ইসলামী সামাজিক অর্থায়ন (ইসলামিক স্যোশাল ফাইনান্স) নামে অভিহিত করা যায়।
ইসলামিক স্যোশাল ফাইনান্স হিসেবে পরিগণিত সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া বা উপায়সমূহ নিম্নরূপ :
১. যাকাত
২. ওশর
৩. সাদাকা
৪. করযে হাসান
৫. সুকুক
৬. ওয়াকফ
৭. ক্যাশ ওয়াকফ
৮. সদকায়ে জারিয়া
৯. ফিদিয়া
১০. ইতআম (খাবার খাওয়ানো)
১১. কাফফারা
১২. হাদিয়া
১৩. কাফালা
১৪. সদকাতুল ফিতর
এগুলির প্রত্যেকটি সম্বন্ধে এই নিবন্ধে সংক্ষেপে আলোচনা করা হচ্ছে-