ইসলামী সামাজিক অর্থায়ন
সমাজের একটি অতীব গুরুত্বপূর্ণ নিয়ামক হলো সম্পদ (wealth)। সম্পদ মানুষের ব্যবহারে আসার কারণে সমাজের মধ্যে মানুষের আচরণ ও পারষ্পরিক মিথষ্ক্রিয়া নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে। সম্পদ বা সম্পত্তি আবিষ্কার বা সৃজন, আহরণ, ব্যবহার ও বিলিবন্টনের সুনির্দিষ্ট নীতি-পদ্ধতি বিকাশলাভ করে।